16,99 €
inkl. MwSt.

Versandfertig in über 4 Wochen
  • Broschiertes Buch

আলবোর্জ আজার তাঁর ধারাবাহিক গ্রন্থাবলীর প্রথম উপন্যাস 'কার কাজ' প্যান্টিয়া (লানা)কে উৎসর্গ করেন। ২০১৮ সালের মার্চ মাসের একটি ঘটনার পর, প্রেমিকা প্যান্টিয়া ওরফে লানার অনুপ্রেরণায় তিনি তাঁর স্মৃতিকথা লিখতে শুরু করেন।প্যান্টিয়া তার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাইত না, তাই আজার জানতেন, প্যান্টিয়াকে প্রচারের আলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু তার প্রতি আজারের যে গভীর প্রেম ছিল, সেই অসাধারণ অভিজ্ঞতা লিপিবদ্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে প্যান্টিয়া (বর্তমানে ৪১ বছর বয়স্ক) এবং আলবোর্জ (বর্তমানে ৬৬ বছর বয়স্ক)এর কাহিনী দ্বারা বইটি অনুপ্রাণিত। আলবোর্জ জানতে পারেন, প্যান্টিয়া ভালবাসায় বিশ্বাস করে না।…mehr

Produktbeschreibung
আলবোর্জ আজার তাঁর ধারাবাহিক গ্রন্থাবলীর প্রথম উপন্যাস 'কার কাজ' প্যান্টিয়া (লানা)কে উৎসর্গ করেন। ২০১৮ সালের মার্চ মাসের একটি ঘটনার পর, প্রেমিকা প্যান্টিয়া ওরফে লানার অনুপ্রেরণায় তিনি তাঁর স্মৃতিকথা লিখতে শুরু করেন।প্যান্টিয়া তার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাইত না, তাই আজার জানতেন, প্যান্টিয়াকে প্রচারের আলো থেকে দূরে রাখতে হবে। কিন্তু তার প্রতি আজারের যে গভীর প্রেম ছিল, সেই অসাধারণ অভিজ্ঞতা লিপিবদ্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে প্যান্টিয়া (বর্তমানে ৪১ বছর বয়স্ক) এবং আলবোর্জ (বর্তমানে ৬৬ বছর বয়স্ক)এর কাহিনী দ্বারা বইটি অনুপ্রাণিত। আলবোর্জ জানতে পারেন, প্যান্টিয়া ভালবাসায় বিশ্বাস করে না। কিন্তু সে তাঁকে বুঝিয়ে দেয় যে যাকে তিনি ভালবাসা মনে করছেন, তা নিঃশর্তভাবে কারও প্রকৃত যত্ন নেওয়ার সঙ্গে এক নয়।
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Autorenporträt
আলবোর্জ আজার "হিরো"র খেতাব দিয়েছিল প্যান্টিয়া (লানা)। এই কাহিনীর কথক আলবোর্জ। প্রেমিকার মুগ্ধ চোখে কখনো তিনি মহানায়ক, কখনো রমণীমোহন, কখনো বা মার্কোপোলো, আবার কখনো তার নিজের হিরো। প্যান্টিয়া কাহিনীর সবটা জুড়ে থাকলেও লেখক-এর তকমা চায়নি। নিজের পরিবারের কথা ভেবে অন্তরালেই থেকেছে। আত্মবিশ্বাস এবং সত্যের প্রতি অগাধ আস্থা, এই দুই মন্ত্রেই জীবনের সব রকম ঝড় ঝাপটার সম্মুখীন হয়েছেন আজার। ব্যবসায়িক সাফল্য অর্জনে একনিষ্ঠ থেকেই জীবনের সব রকমের ঐশ্বর্য অর্জন করেছেন তিনি। বংশানুক্রমিক কোনও সম্পদ বা পরিচিতি কিছুই তার কাছে ছিল না। মাত্র ১৬ বছর বয়স থেকেই তার জীবন সংগ্রাম শুরু। কাজের প্রতি প্রবল একাগ্রতা এবং গভীর ভালবাসাই তাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গেছে। আইনী লড়াইয়ে এখনো তার একটা বড় কাজ আটকে আছে। ব্যক্তিগত জীবনের প্রথম প্রেম ছিলেন তাঁর স্ত্রী রোজহান, যিনি সবসময়ই তার পাশে থেকেছেন। কিন্তু যত সময় পেরিয়েছে বেশ কয়েকজন সুন্দরী মহিলার কাছাকাছি এসেছেন আজার। আর তাদের মধ্যে এক এবং অদ্বিতীয়া হলো প্যান্টিয়া। অল্প বয়স থেকেই সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন আজার। বাণিজ্যিক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন অনেকটাই সফল হয়েছে। কিন্তু প্রতিযোগিতার কূটচাল এবং অভিযোগ তাকে বেশ কিছুটা পিছিয়ে দেয়। অদূর ভবিষ্যতেই তার গোটা জীবনের কাহিনী লেখা হবে বই আকারে। চমকপ্রদ সেই কাহিনী পাঠক হৃদয়কে স্পর্শ করবে, উদ্দীপ্ত করবে, এটাই আশা।