23,99 €
inkl. MwSt.

Versandfertig in 6-10 Tagen
payback
12 °P sammeln
  • Broschiertes Buch

গ্রাম হতে উঠে আসা প্রচন্ড মেধাবী এক ছেলে ভর্তি হয় দেশের নামকরা এক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। এই সময়টাতে তার জীবন দর্শনে বিরাট পরিবর্তন ঘটে। অন্যদিকে সেই 'পরিবর্তিত দর্শন' তার বউয়ের কাছে ভুল মনে হয়ে। যার কারণে তাদের সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি হয়। দুইজন দুই মেরুতে অবস্থান নেন। পরবর্তীতে বিভিন্ন ঘটনা ও কর্মকান্ডের মাধ্যমে আবার আদর্শ ও চিন্তার পরিবর্তন হয়। এইভাবে বার বার বিভিন্ন কারণে-অকারনে মানুষ তার আদর্শগত অবস্থান পরিবর্তন করে। ফলে মাঝে মাঝে বিরাট মাশুল দিতে হয়। আবার প্রাপ্তিও থাকে। এই তো জীবন।

Produktbeschreibung
গ্রাম হতে উঠে আসা প্রচন্ড মেধাবী এক ছেলে ভর্তি হয় দেশের নামকরা এক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। এই সময়টাতে তার জীবন দর্শনে বিরাট পরিবর্তন ঘটে। অন্যদিকে সেই 'পরিবর্তিত দর্শন' তার বউয়ের কাছে ভুল মনে হয়ে। যার কারণে তাদের সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি হয়। দুইজন দুই মেরুতে অবস্থান নেন। পরবর্তীতে বিভিন্ন ঘটনা ও কর্মকান্ডের মাধ্যমে আবার আদর্শ ও চিন্তার পরিবর্তন হয়। এইভাবে বার বার বিভিন্ন কারণে-অকারনে মানুষ তার আদর্শগত অবস্থান পরিবর্তন করে। ফলে মাঝে মাঝে বিরাট মাশুল দিতে হয়। আবার প্রাপ্তিও থাকে। এই তো জীবন।
Autorenporträt
¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿ ¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿  ¿¿ ¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿ ¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿ '¿¿¿¿¿¿¿¿¿ ¿¿ ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿ (¿¿¿¿¿¿)' ¿¿ ¿¿¿¿¿¿¿¿ ¿¿¿¿¿¿¿ ¿¿¿¿