7,99 €
inkl. MwSt.

Versandfertig in über 4 Wochen
  • Broschiertes Buch

সত্যজিৎ রায়ের অজস্র সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি হলো ফেলুদা। এই ফেলুদা চরিত্রের ভেতর সত্যজিৎ রায় এমন ভাবে প্রাণ এনে ছিলেন, যে আজ অব্দি বাঙালি চরিত্র টাকে ভোলা দূরে থাক, তাঁকে নতুন করে আরও আরও ভালো বাসছ। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলো এই ফেলুদা মহাশয়। আশা রাখি আমার এই ছোট্ট চেষ্টা যার নাম ফেলুদা ও কবিতা, বাংলা কবিতা জগতে এক নতুন দিগন্ত খুলে দেবে। মনে হয়ে না এর আগে কোন বাংলা কবিতা সংগ্রহ প্রমুখ কোন কাল্পনিক চরিত্রের উদ্দ্যেশে লেখা হয়েছে। ফেলুদা উপন্যাস ও তার কিছু অবিস্মরণীয় চরিত্র ছাড়া, এই কবিতা সংগ্রহ টি শুরু হচ্ছে স্বয়ং ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা সত্যজিৎ রায় কে উৎসর্গ করা দুটো কবিতা…mehr

Produktbeschreibung
সত্যজিৎ রায়ের অজস্র সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি হলো ফেলুদা। এই ফেলুদা চরিত্রের ভেতর সত্যজিৎ রায় এমন ভাবে প্রাণ এনে ছিলেন, যে আজ অব্দি বাঙালি চরিত্র টাকে ভোলা দূরে থাক, তাঁকে নতুন করে আরও আরও ভালো বাসছ। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলো এই ফেলুদা মহাশয়। আশা রাখি আমার এই ছোট্ট চেষ্টা যার নাম ফেলুদা ও কবিতা, বাংলা কবিতা জগতে এক নতুন দিগন্ত খুলে দেবে। মনে হয়ে না এর আগে কোন বাংলা কবিতা সংগ্রহ প্রমুখ কোন কাল্পনিক চরিত্রের উদ্দ্যেশে লেখা হয়েছে। ফেলুদা উপন্যাস ও তার কিছু অবিস্মরণীয় চরিত্র ছাড়া, এই কবিতা সংগ্রহ টি শুরু হচ্ছে স্বয়ং ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা সত্যজিৎ রায় কে উৎসর্গ করা দুটো কবিতা দিয়ে। আমার এই দৃঢ় ধারণা যে ভারতবর্ষ ও সারা পৃথিবীতে যত ফেলুদা ও সত্যজিৎ ভক্ত বাঙালি আছে, তাদের এই সমগ্রহ টি ভালো লাগবে এটির অভিনবত্বের জন্ন্য।