"Gopal Urer Gan": Bengali Songs/Poems of Gopal Urer, edited and compiled by Uday Bhattacharyya. উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় "গোপাল উড়ের গান", বাংলা দেশে খুবই জনপ্রিয় হয়েছিল। গোপাল জাতিতে উড়ে (উড়িয়া) এবং কোন প্রথাগত শিক্ষা ছাড়াই নিজের অধ্যবসায় বাংলা ভাষা শিখে বাংলা গান/টপ্পা রচনা করেছিলেন। গানগুলি মূলত যাত্রপালার জন্য লেখা। গোপাল নিজে যাত্রপালায় অভিনয় করতেন এবং একটি যাত্রা দল চালাতেন। গোপাল কতখানি জনপ্রিয় ছিলেন তার একটি ধারণা পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসে। সেখানে গোপালের কথা উল্লেখ আছে। অন্তপুরবাসী নারীরাও তার গান সম্পর্কে অবগত ছিলো, তার গান ভালবাসতো।
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.