এই বইটিতে তোমরা পরিচিত হবে আম্যান্ডা নামের একটি মেয়ের সঙ্গে, সময় নষ্ট করা যার অভ্যাস। এইরকমই চলছিল, যতদিন না আশ্চর্য্য কিছু ঘটল আর অবশেষে আম্যান্ডা বুঝতে পারল যে, সময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান - আর যদি তা নষ্ট হয়, চিরদিনের মত তা হারিয়ে যায়। নিজের হারিয়ে যাওয়া সময় ফিরিয়ে আনার জন্য আম্যান্ডা এক যাত্রায় বেরিয়ে পড়ে, আর শেখে কিভাবে বিবেচনা করে নিজের সময় কাজে লাগাতে হয়।