অনেক শিশুই সুপারহিরো হওয়ার স্বপ্ন দেখে। ছোটদের এই বইটিতে, রন আর তার প্রিয় বন্ধু মায়া হিরো হওয়ার এক মজার যাত্রায় নেমে পড়ে। তারা প্রয়োজনীয় সুপারহিরো নিয়মাবলী শিখে নেয় যার সাহায্যে তারা তাদের প্রথম অভিযান শেষ করে। তারা একসঙ্গে কাজ করে, মায়ার ভাইকে সাহায্য করে আর নিজেদের বিষয়ে অনেক নতুন জিনিস জানতে পারে। তুমিও কি চাও, একজন সুপারহিরো হতে?