অ্যালেক্সের কিছুতেই ঘুম আসে না, তাই সে নানা অজুহাত তৈরী করতে আরম্ভ করে। একটি ঘুমপাড়ানি গল্প পড়ে শোনাবার পরে, তার বাবা একটি স্বপ্ন ভেবে তৈরী করার কথা বলেন, যেটি সে ঘুমের মধ্যে দেখতে পছন্দ করবে। সেই স্বপ্ন বুনতে গিয়ে তারা কল্পনার জগতের কোনখানে পৌঁছে গেল, খুঁজে দেখুন।
এই ঘুমপাড়ানি গল্পটি শিশুদের স্নেহসিক্ত এবং শান্ত করে তুলবে, তাদের কাছে এনে দেবে একটি প্রশান্তির, গাঢ় ঘুমে ভরা রাত।
এই ঘুমপাড়ানি গল্পটি শিশুদের স্নেহসিক্ত এবং শান্ত করে তুলবে, তাদের কাছে এনে দেবে একটি প্রশান্তির, গাঢ় ঘুমে ভরা রাত।