ভূতের রাজার বর পেতেই গুপির বেসুরো, হেঁড়ে গলা থেকে বেরিয়ে এল মায়াবী গান। বাঘার বেতাল ঢোলে বেজে উঠল আশ্চর্য বোল। আর তার পরেই প্রথমে শুন্ডি, পরে হল্লা রাজার দরবারে ঘটে যেতে লাগল আশ্চর্য সব কাণ্ড।গুপি-বাঘার আশ্চর্য সেই সব কাণ্ডকারখানা নিয়েই উপেন্দ্রকিশোরের চিরায়ত শিশু-কিশোর সাহিত্য গুপি গাইন বাঘা বাইন ।সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের পর সুযোগ বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য এবং ইলাসট্রেশনে এই প্রথম গ্রাফিক নভেলে উপেন্দ্রকিশোরের গুপি গাইন বাঘা বাইন ।With the priceless boon of Bhuter Raja (King of Ghosts), an enchating song came out from Gupi's cacophonous voice and Bagha's off key tomtom produced an awesome sound. Immediately after this, some unbelievable events started happening first in the court of King Shundi and, then, in the court of King Halla.Upendrakishore Roychowdhury's Gupi Gain Bagha Bain, a Bengali classic, is all about these unbelievable and amazing deeds of Gupi-Bagha.After Satyajit Ray's film adaptation, this is the first time when this classic is rendered to a graphic novel with Sujog Bandyopadhyaya's script and illustrations.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, BG, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, HR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.