বংশের কৌলিন্য আর কৃত্রিম অভিজাত্য বজায় রাখতে মরিয়া রায়চৌধুরী পরিবার। এই রায়চৌধুরী বংশের মেয়ে বিদিশা। কিন্তু আধুনিক ভাবনায় ভাবিত বিদিশা ভালোবেসে ফেলে তাদেরই গৃহশিক্ষক অতুল চ্যাটার্জি কে, এই সম্পর্ক কে মেনে নিতে পারেনা রায়চৌধুরী পরিবার, তাজ্যকন্যা করা হয় বিদিশা কে। সময় পেরিয়ে যায়, বিদিশা অতুলের একমাত্র সন্তান নিরুপম তার বাবার মৃত্যুর পর আসে রায়চৌধুরী বাড়িতে, সেখানেই আলাপ হয় বাসবির সাথে, এরপরেই উপন্যাসের দৃশ্যপট পাল্টে যায়, কিভাবে রায়চৌধুরী বংশেরই এক বংশধর ধুর্জটিপ্রসাদের সাথে একাত্ম বোধ করে নিরুপম, কি হয়েছিল ধুর্জটিপ্রসাদের সাথে? কিভাবে রায়চৌধুরী বংশেরই বংশধর নিরুপম বংশের মিথ্যা গরিমাকে তুচ্ছ করে দেয়?
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.