"তুমি কি পাগল! এই একবিংশ শতকে দঁড়িয়ে তুমি একটা ম্যান্ডেটরি পলিটিকাল সভার গল্প শোনাচ্ছ?" আর্থুর কিছুতেই নিজের হাঁসি চাপতে পারছিল না। বৃষ্টিতে কাকভেজা হয়ে আমরা তিনজনে একটা ফাঁকা ট্রেন দেখে ছুটলাম। ট্রেনের কামরায় উঠে একটা ভাঙা বেঞ্চে কোনোরকম তার ওপর বসে পড়লাম। ট্রেনের জানলা বেয়ে মুষুলধারে বৃষ্টি নামছে।আমরা মরিনার গ্রামের বাড়ি যাচ্ছিলাম ওর কিবহু বোহেমিয়ান বন্ধুর সঙ্গে আড্ডা দিতে। মারিনা আমার সহকর্মী মস্কো আদালতে আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি।আমরা বাঁধাই আর প্রতিলিপির কাজ করতাম।খুবই কম মাইনে ছিল আমাদের। লিখতে লিখতে আঙুলগুলো আড়ষ্ট হয়ে যেত আর হাতের তালু কালিঝুলি মেখে একশা হতো। কিন্তু সময় আমাদের এই বোধহীন যন্ত্রণার সঙ্গে আপস কোনো শিখিয়ে দিয়েছিলো।.. শুনুন আলিসা গানিয়েভার লেখা - বিজ্ঞাপনে মেলে না - শুধুমাত্র স্টোরিটেল অ্যাপে!
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.