অনিলেখা ইংল্যান্ডের এক এন্টিক শপ থেকে নিয়ে আসে এক বিশাল কাঠের কারুকার্য করা বুককেস। তার মধ্যে একদিন হঠাৎই সামান্য সময়ের জন্যে দেখতে পায় এক সোনালী চুলের বছর বারোর একটি ছেলেকে। তারপরে সে হারিয়ে যায়. সেই বুককেসের মধ্যে একটা পুরোনো ডায়েরি খুঁজে পায়ে অনিলিখা। সেই দিরি থেকে অনিলিখা বুঝতে পারে এই বুককেসের ইতিহাস। খোঁজ নিয়ে জানতে পারে, ১৪৮৩ সাল নাগাদ টাওয়ার অফ লন্ডন-এর হারিয়ে যাওয়া টিউডর ফ্যামিলির যুবরাজের সঙ্গে এই বুককেসের সম্পর্ক। কিন্তু সেই ছেলেটা কি এখনো বুককেসেই থাকে? সেকি অপেক্ষায় থাকে কোনো নতুন বন্ধুর? শেষে অনিলিখাই কি আটকে পড়বে এই বুককেসে?
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.