১৯৫৬ সালের ২০ শে নভেম্বর। বোম্বাইয়ের গ্রান্ট মেডিকেল কলেজের শব ব্যবচ্ছেদ ঘরে যে উলঙ্গ নারীদেহটি শোয়ানো রয়েছে, তাকে ঘিরে অপেক্ষারত ডাক্তারি ছাত্রের দল। প্রোফেসর ডাক্তার থমসন এসে ছাত্রদের শব ব্যবচ্ছেদ করে দেখাতে যাওয়ার আগের মুহূর্তে থেমে গেলেন। ভ্রূ কুঁচকে বললেন, "না। এই বডি তো কাটা যাবেনা! লাশের ঘাড়ে ওগুলো কিসের দাগ? পোষ্ট মর্টেম করতে হবে!" এরপরই উন্মোচিত হল দীর্ঘকাল ধরে গড়ে তোলা এক সুপরিকল্পিত হত্যার কাহিনী। যে কাহিনীর করুণ পরিণতি হিসেবে প্রাণ দিতে হয়েছিল ইন্দুমতী পংখে। রোমহর্ষক এই কাহিনী শুনু 'ধাপে ধাপে খুন' এ।
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.