১৯২৫ সালের এক শীতের বিকেলে বোম্বাইয়ের মালাবার হিলসে খুন হলেন অভিজাত ব্যবসায়ী আবদুল কাদের বাওলা। তাঁর সঙ্গিনী মুমতাজকে দুষ্কৃতিরা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু চারজন সাহসী ব্রিটিশ পুলিশ অফিসারের আকস্মিক চলে আসায় তারা কিছু করে উঠতে পারলনা। এই খুনকে কেন্দ্র করে উঠে এল চোদ্দবছর আগে ইন্দোর রাজবাড়িতে শুরু হওয়া এক নৃশংস কাহিনী। যে কাহিনীর নায়ক বা খলনায়ক দুটোই ইন্দোরের দোর্দণ্ডপ্রতাপ মহারাজ তুকাজীরাও হোলকার। ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল একের পর এক নিষ্ঠুর ঘটনা, দুই বাইজীর করুণ জীবনকে ঘিরে। কী হল তারপর? শুনুন মহারাজ ও নর্তকী।
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.