বেকারত্বের জ্বালার সমস্যার উপায় বের করতে গিয়ে আপনজনদের থেকে এবং নিজের স্বপ্নের থেকে নিজেকে আড়াল করতে করতে উপন্যাসের নায়ক মধুময় নিজেকে জড়িয়ে ফেলে অপরাধ জগতের সাথে। প্রেমিকা স্বপ্না,বাবা , মা সবাইয়ের থেকে অনেক দূরে সরে যায় মধুময়, সামন্ততন্ত্রের প্রতিবাদ স্বরূপ যেই অপরাধ করে একসময় রোমাঞ্চিত বোধ করতো পরবর্তী কালে বিভিন্ন ঘটনার কারণে সেই রোমাঞ্চ একটাসময় অপরাধ বোধ এ পরিণত হয়, কলেজ জীবনে নরম স্বভাবের ছেলে, চিত্রশিল্পী হতে চাওয়া মধুময় নিজে হাতে অপরাধ জগতের সাথে নিজের জীবনকে সে নিজেই নিপুণভাবে সুই সুতো দিয়ে সেলাই করে মিশিয়ে ফেলে, এই উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা সময়ের সুলিখিত দলিল, মধুময় কি আবার সমাজের মূলস্রোতে ফিরে আসতে পারবে, স্বপ্না আর মধুময় সম্পর্কের পরিণতিই বা কি হবে?
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.