ওরা এই পৃথিবীর কেউ নয়' - সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্পগ্রন্থ। ছোট, বড়, মাঝারি নানা দৈর্ঘ্যের নানা স্বাদের গল্প নিয়ে এই সংকলনটি সজ্জিত হয়েছে। বইয়ের প্রথম গল্প - "ওরা এই পৃথিবীর কেউ নয়" - অর্থাৎ নামগল্পের অনুসরণেই পুস্তকের নামকরণ হয়েছে। শিরোনামেই মতোই এখানে বর্ণিত হয়েছে এমন কিছু মানুষের দৈনন্দিন জীবনের আখ্যান, যা আর পাঁচটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাদের মনন, তাদের চিন্তন, তাদের পরিস্থিতি ও সর্বোপরি চরিত্রগুলির সার্বিক বুনটে বারবার তাদের অতিপ্রাকৃত, মহান বা নিদেনপক্ষে সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে থাকা ব্যক্তিত্ব বলে বোধ হয়। লেখকের এই শিরোনামের যাথার্থ্য প্রতিটি গল্পেই মেলে। এক একটি সুখপাঠ্য, রোমাঞ্চকর, শিহরণ জাগানো গল্পের সঙ্গে স্থান করে নিয়েছে কিছু নিখাদ প্রেমের জয়গান, আদিম মানব-মানবীর প্রেমও। স্বাদের বৈচিত্র্যে, বিষয়ের গাম্ভীর্যে তাই "ওরা এই পৃথিবীর কেউ নয়" একটি অনুপম সুন্দর রচনা।
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.