নিজের একটা আস্তানা না থাকার বিড়ম্বনা, নিজের কেউ না থাকার একাকিত্ব, প্রবাসে এক হয়ে যাবার কষ্ট, পড়শীদের সমবেদনা, অনাদর সবকিছুর মিশেলে গাজমাধব একজন দুঃখী, রোমান্টিক মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গ্রামে ফেলে আসা বাগদত্তা যাকে কোনোদিন আর ঘরে আনা হলো না, তার বিরহেও সে কাতর। নানা ঘটনা ও নানান চরিত্রের বুনোটে গাঁথা "পরবাস" এক বিষন্ন কৌতুকের নাটক। গজমাধবেরই ঘরে মন্দির আসে নতুন ভাড়াটে হয়ে. রতনের সঙ্গে সে ঘর বাঁধতে আসে. কে এই মন্দিরা? সে কি প্রথম যৌবনের ফেলে আসা কন্যে?
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.