১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কিছু পরের কথা। কলিকাতা নগরী তখন বিলিতি লন্ঠনের আলোয় ধীরে ধীরে জেগে উঠছে। সেই সময়ের এক কুলীন ব্রাহ্মণকন্যা ত্রৈলোক্যতারিণী কিভাবে লজ্জাশীলা রমণী থেকে হয়ে উঠল পোড় খাওয়া এক খুনী, অবলীলায় করে চলল একের পর এক খুন, শিহরণ জাগানো অপরাধ, হয়ে উঠল উনবিংশ শতাব্দীতে একমাত্র বাঙালি মহিলা সিরিয়াল কিলার! এই গল্পটি দেবারতি মুখোপাধ্যায়ের লেখা বাবু ও বারবনিতা সিরিজের থেকে নেওয়া হয়েছে।
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.