দেখো, সবাই দেখো, এই আমি দুর্যোধন, যাঁরি পুত্র হই, আর যার রণকৌশলের প্রদর্শনেই ভ্যাবাচ্যাকা খেয়ে যাই না কেন, আমার এই ক্ষমতা। থাকুন না জ্যেষ্ঠরা নিজের নিজের আসনে বসে। পিতা ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, পিতৃব্য বিদুর যে যেখানে আছেন থাকুন।মহাবীরকে আমি যখন অঙ্গরাজ্য দেব, তখন একজনও কেউ এঁদের মধ্যে আছেন, যিনি হেঁকে বলার ক্ষমতা রাখেন ওহে দুর্যোধন, তুমি যে কাউকে অঙ্গরাজ্য প্রদান করার? শুনুন সুযোধন - দুর্যোধন বাণী বসু-র লেখা এই অসামান্য উপন্যাস, শুধুমাত্র স্টোরিটেল এ।
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.