১৯৯০ সালে প্রকাশিত বাণী বসুর শ্বেতপাথরের থালা। গল্প জুড়ে বন্দনার জীবন। ঘটনার বিন্যাসের শুরু পঞ্চাশের দশককে ঘিরে। তখনকার কলকাতার রূপ উপন্যাসে পাওয়া না গেলেও বনেদি বাড়ির আবহাওয়াটা বুঝতে পারা যায় খুব ভালো ভাবেই। আকস্মিক দুর্ঘটনায় পুরোপুরিভাবে পালটে যায় বন্দনার সাজানো জীবনের ছক। মমতাময়ী শাশুড়ির মমতার আড়াল থেকে সংস্কারাচ্ছন্ন মন আর শ্বশুরের স্নেহের আড়ালে হিসেবের খেরো খাতার বহিঃপ্রকাশ ঘটতে সময় লাগে না একটুও। বাণী বসু এখানে চিরায়ত সমাজের উৎকট রূপটা ফুটিয়ে তুলেছেন।
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.